আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পশ্চিম জেলায় মুখ্যমন্ত্রী কোভিড রিলিফ বিতরণ প্রক্রিয়া চলছে : জেলাশাসক

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ প্রকল্পের মাধ্যমে সারা রাজ্যে গরিব অংশের মানুষদের রেশন সামগ্রী প্রদান করা হচ্ছে। এর মধ্যে পশ্চিম জেলায় সদর মহকুমার ৭৪,৩৬৩ টি পরিবার, মোহনপুর মহকুমার ৩৯,৬৫৬ টি পরিবার এবং জিরানিয়া মহকুমার ৩৫,৭৪৪ টি পরিবারসহ সর্বমোট ১,৪৯,৭৬৩ টি পরিবারকে সহযোগিতা করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যে সদর মহকুমার ৭২,৮৭১ পরিবার, মোহনপুর মহকুমার ৩৭,৬৭৩ পরিবার এবং জিরানিয়া মহকুমার ৩৩৯৭৪ পরিবারসহ সর্বমোট ১,৪৪,৫১৮ টি পরিবারকে মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ প্রকল্প প্রদান করা হয়েছে। বাকি সমস্ত পরিবারকে খুব দ্রুত এ সুবিধা প্রদান করা হবে।

    বুধবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান পশ্চিম জেলার জেলাশাসক ড: দেবপ্রিয় বর্ধন। তিনি আরো জানান, ৯ টি ভাগে এই স্কিমের আওতায় আনা হয়েছে আরো ৭,১২৯ টি পরিবারকে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ৩০শে জুন ২০২১

     

    3/related/default