Type Here to Get Search Results !

৬৬ দিন পর দেশে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা নামলো এক লক্ষেরও নীচে: ভারত

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


মহামারীর দ্বিতীয় ধাক্কা শেষের পথে দেশের কোভিড গ্রাফ ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছিল। চলতি সপ্তাহের শুরুর দিনও এক লক্ষের সামান্য বেশি ছিল দৈনিক সংক্রমণ। তবে দ্বিতীয় দিনই তা নেমে এল লক্ষের নিচে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টা দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ৮৬ হাজার ৪৯৮ জন। বলা হচ্ছে, গত ৬৬ দিনের মধ্যে এটাই সংক্রমণের সর্বনিম্ন হার। একদিনে করোনার বলি ২১২৩। আর একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৮২ হাজার ২৮২।  কমছে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস ১৩ লক্ষ ৩ হাজার ৭০২। একই সঙ্গে কমেছে মৃত্যুর হারও। তবে স্বাস্থ্যমহলের একাংশের পর্যবেক্ষণ, যে হারে সংক্রমণ কমছে, মৃত্যুকে সেই হারে রোখা যাচ্ছে না এখনও। এ নিয়ে মারণ ভাইরাসের বলি দেশের মোট ৩ লক্ষ ৫১ হাজার ৩০৯। মোট করোনা আক্রান্ত হয়েছিলেন ২ কোটি ৮৯ লক্ষ ৯৬ হাজার ৪৭৩ জন। তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৭৩ লক্ষ ৪১ হাজার ৪৬২।


আরশিকথা দেশ-বিদেশ

৮ই জুন ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.