চেন্নাইয়ের একটি চিড়িয়াখানায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক সিংহীর। আক্রান্ত আরও ৯টি সিংহ। তার পরেই কোয়ম্বটুর ও নীলগিরি জেলার বন দফতরের ৫৬টি হাতির করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু সরকার। কোঝিমুরি ক্যাম্পে ২৮টি হাতির নমুনা সংগ্রহ করার সময় তামিলনাড়ুর বনমন্ত্রী কে রামচন্দ্রণ নিজে উপস্থিত ছিলেন। সেখানে ১৮টি পুরুষ ও ১০টি স্ত্রী হাতি রয়েছে। তাদের মধ্যে ৩টি কুনকি হাতি, ৫টি সাফারি হাতি ও ৪টি বয়স্ক হাতি রয়েছে। সেই ক্যাম্পের ৬০ জন মাহুত ও তাঁদের পরিবারকে ইতিমধ্যেই টিকা দেওয়া হয় গিয়েছে।
আরশিকথা দেশ-বিদেশ
৯ই জুন ২০২১