আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পরীক্ষা বাতিলের দাবিতে এনএসইউআই-এর বিক্ষোভঃ আগরতলা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    করোনা পরিস্থিতির কারণে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষা বাতিল করতে হবে। এই দাবীতে সার্কিট হাউজ সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখায় ডানপন্থী ছাত্র সংগঠন এন এস ইউ আই। কিন্তু করোনা কারফিউ জারি থাকায় তাদের সেখানে বেশিক্ষণ থাকতে দেওয়া হয়নি।

    এনসিসি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের অস্থায়ীভাবে আটক করে এডি নগর পুলিশ লাইনে নিয়ে যায়। বিকেলে তাদের মুক্তি দেওয়া হয়। এন এস ইউ আই-এর সহ-সভাপতি সম্রাট রায় জানান, করোনা মহামারীজনিত পরিস্থিতিতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা বাতিলের জন্য তিনি বিভিন্ন জায়গায় এমনকি কেন্দ্রীয় মন্ত্রীর কাছেও চিঠি লিখেছেন। কিন্তু কোনো সদুত্তর আসেনি। ইতিমধ্যে সিবিএসই পরীক্ষা বাতিলের ঘোষণা দিয়েছে। তাই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদকেও পরীক্ষা বাতিল করতে হবে। এই ছাত্র নেতা আরো বলেন, রাজ্যের ছাত্রদের স্বার্থে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে। সারা রাজ্যে এই আন্দোলন ছড়িয়ে দেয়া হবে।সকল অংশের মানুষকে তাতে শামিল হওয়ার আহ্বান জানান তিনি। এদিন এনএসইউআই-এর নেতাকর্মীরা সামাজিক দূরত্ব মেনে, মাস্ক পড়ে বিক্ষোভ প্রদর্শন করছিল বলে জানান তিনি।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ৭ই জুন ২০২১
     

    3/related/default