বর্তমান করোনা কারফিউতে যারা দিন দিনমজুর বা দৈনিক হাজিরা কর্মী অর্থাৎ দুস্থরা খাদ্যের অপ্রতুলতায় ভুগছেন। আগরতলা শহরে অনেক ভবঘুরে দুস্থ মানুষ রয়েছে যারা হোম আইসোলেশনে রয়েছেন। তাদেরকেও নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে দুর্গতদের সাহায্যে এগিয়ে এলেন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের স্বেচ্ছাসেবকরা এবং কর্মচারী ফেডারেশনের কর্মীরা।
সোমবার তারা জেকসন গেট সংলগ্ন ফেডারেশনের অফিসের সামনে দুঃস্থ মানুষদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বড়দোয়ালি কেন্দ্রের বিধায়ক আশীষ কুমার সাহা।
তিনিও তাদের এই কর্মসূচির ভুয়সী প্রশংসা করেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৭ই জুন ২০২১