Type Here to Get Search Results !

করোনার ভ্যাকসিন নিলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নামমাত্র, গবেষণা

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


কোভিড টিকা গ্রহীতাদের মধ্যে করোনা সংক্রমণের হার অনেকটাই কম। রীতিমতো পরিসংখ্যান দিয়ে এমনটাই জানাল চণ্ডীগড়ের পিজিআইএমইআর। কোভিড টিকা নিয়েছেন এমন প্রায় সাড়ে ১২ হাজার জনের উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। এর পরই আমজনতার কাছে তাঁদের আবেদন, ভ্যাকসিন নিতে অযথা ভয় পাবেন না। একাধিক সমীক্ষায় প্রমাণিত হয়েছে সংক্রমণ রুখতে কোভিড টিকার কার্যকারিতা। কোভিশিল্ড টিকা নিয়েছেন এমন প্রায় ১২ হাজার ২৪৮ হাজার স্বাস্থ্যকর্মীর উপর সমীক্ষা চালিয়েছেন চণ্ডীগড়ের বিশেষজ্ঞরা। টিকার প্রথম ডোজ নিয়েছেন এমন ৭ হাজার ১৭০ জন মধ্যে মাত্র ১৮৪ জন (২.৬ শতাংশ) করোনা আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন এমন ৩ হাজার ৬৫০ জনকে পর্যবেক্ষণে রেখেছিল সংস্থাটি। দেখা যায়, তাঁদের মধ্যে মাত্র ৭২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা টিকার সেকেন্ড ডোজ গ্রহীতার মোটে ২ শতাংশ। এদিকে দুটি ডোজ নেওয়ার পর ১৪ দিন পেরিয়ে গিয়েছে এমন ৩ হাজার জনকে নিয়ে সমীক্ষা চালায় চণ্ডীগড়ের পিজিআইএমইআর। তাতে দেখা যায়, তাঁদের মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন মোটে ৪৮ জন (১.৬৮ শতাংশ)।এই সমীক্ষা থেকে স্পষ্ট, করোনা ভ্যাকসিন নিলে কমছে সংক্রমণের হার। সমীক্ষায় উঠে এসেছে আরও একটি বিষয়। দেখা যাচ্ছে, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পর করোনা সংক্রমণের সম্ভাবনা সবচেয়ে কম।


আরশিকথা দেশ-বিদেশ

৪ঠা জুন ২০২১ 
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.