কোভিড আক্রান্ত মিলখা সিং সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। বৃহস্পতিবার বিকেলে ফের হাসপাতালে ভর্তি করতে হয় কিংবদন্তি অ্যাথলিটকে ৷ এদিকে মিলখা সিংয়ের স্ত্রী নির্মলা কউরও হাসপাতালে ভর্তি রয়েছেন৷ ওনারও অবস্থা স্থিতিশীল৷ উল্লেখ্য,গত সপ্তাহে করোনা আক্রান্ত হওয়ার পর থেকে চন্ডীগড়ে হোম আইসোলেশনে ছিলেন তিনি। কিন্তু পরে অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ৷ তবে অবস্থার উন্নতি হওয়ায় ছ’ দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পান কিংবদন্তি এই অ্যাথলিট৷ বাড়িতেও অক্সিজেন সাপোর্টে ছিলেন৷ কিন্তু বৃহস্পতিবার ৯১ বছর বয়সি অ্যাথলিটের শরীরের অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় ফের হাসপাতালে ভর্তি করতে হয়৷ আইসিইউ-তে রাখা হলেও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে৷ তবে এখনও কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি৷ খবর শোনার পর শুক্রবার ফোনে মিলখা সিংয়ের সঙ্গে কথা বলে তাঁর শারীরিক খবর নেন প্রধানমন্ত্রী৷ কিংবদন্তি এই অ্যাথলিটের দ্রুত আরোগ্য কামনা করেন মোদী৷
আরশিকথা দেশ-বিদেশ
৪ঠা জুন ২০২১