আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গ্রেটার তিপ্রাল্যান্ড বিল পাসের প্রতিবাদে আমরা বাঙালিঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ

    এডিসি অধিবেশনে গ্রেটার তিপ্রাল্যান্ড বিল পাস এর তীব্র প্রতিবাদ জানিয়েছে আমরা বাঙালি ।দল উদ্বেগ প্রকাশ করে সমস্ত অংশের মানুষকে প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। শনিবার দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল এক সাংবাদিক সম্মেলনে বলেন, এডিসিতে এই বিল পাস হয়েছে, অথচ  বিজেপি কোন রকম প্রতিবাদ করেনি। তারপর হয়তো বিধানসভায় বিল পাস হবে তারপর সংসদে তোলা হবে। এমনিতেই তিন-চতুর্থাংশ এডিসি এলাকায় বাঙালিরা থাকতে পারে না। বাঙালিরা ব্যবসা-বাণিজ্য, চাকরি, ভূমি কেনাবেচা করতে পারে না। উদ্বাস্তু বাঙ্গালীদের জন্য আজ পর্যন্ত কোনো ব্যবস্থা করা হয়নি। তিপ্রাল্যান্ড হলে বাঙালিরা কোথায় যাবে? এই বিল গণতন্ত্রবিরোধী, শান্তি ও সম্প্রীতির পরিপন্থী। তাতে জাতি ও জনজাতির মধ্যে বিদ্বেষ সৃষ্টি হবে বলে আশঙ্কা করেন তিনি। শ্রী রুদ্রপাল বলেন, গ্রেটার তিপ্রাল্যান্ড বিলের প্রতিবাদে শীঘ্রই আমরা বাঙালি দল আন্দোলনে নামবে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ২৬শে জুন ২০২১


     

    3/related/default