চার দফা দাবিতে মঙ্গলবার রাজধানীতে সরব হলো বামপন্থীরা। রাজধানীর হরিগঙ্গা বসাক রোডে আয়োজিত গোটা কর্মসূচির নেতৃত্বে ছিলেন রাজ্য বামফ্রন্ট কমিটির আহ্বায়ক তথা সিপিএম রাজ্য কমিটির সদস্য বিজন ধর। তাদের উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে করোনা মোকাবেলায় সকলের জন্য টিকার ব্যবস্থা করা। দ্রুত যেন সবাই দুটি ডোজ সবাই পায়। সরকারের ঘোষণা অনুযায়ী করোনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা। তাছাড়া বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাজেট বরাদ্দের হার কমিয়ে দেওয়া হয়েছে। রেগার কাজেও বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে জাতপাতের ভিত্তিতে রেগার কাজ দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্ত থেকে সরে আসা।
বিভিন্ন প্রকল্পের বাজেট বরাদ্দের হার বৃদ্ধি করা। তাদের আরও একটি গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে পেট্রোল-ডিজেল সহ গ্যাসের দাম নিয়ন্ত্রণ করা ও বর্ধিত মূল্য প্রত্যাহার করা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির দরুন বেড়ে যাচ্ছে পরিবহন খরচ। ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়ে যাচ্ছে। বিজন বাবু বলেন, সরকারকে জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কমাতে হবে। শ্রীধর আরো বলেন কোভিডের পরিস্থিতিতে বহু মানুষ কাজ হারিয়েছেন। মানুষের এখন আর্থিক সংকটে ভুগছেন। তাই মানুষের জন্য কাজের ব্যবস্থা করতে হবে। আয়কর বহির্ভূত প্রতিটি পরিবারকে মাসে সাড়ে সাত হাজার টাকা করে দিতে হবে। তাছাড়া মাথাপিছু ১০ কেজি করে চাল দিতে হবে। বামপন্থীরা দীর্ঘদিন ধরেই এই দাবিগুলি জানিয়ে আন্দোলন করে আসছে। কিন্তু সরকারের টনক নড়ছে না। তাই আগামীতেও তাদের আন্দোলন জারী থাকবে বলে জানান তিনি।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃসুমিত কুমার সিংহ
২২শে জুন ২০২১