আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ৯৩৮ জন স্নাতক বিজ্ঞান শিক্ষককে নিয়মিত করার সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকেঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    রাজ্যের ৯৩৮ জন স্নাতক বিজ্ঞান শিক্ষককে নিয়মিত করার সিদ্ধান্ত মন্ত্রিসভায় গৃহীত হয়। মঙ্গলবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান। শিক্ষামন্ত্রী জানান, এই নিয়মিতকরণ করতে গিয়ে জুলাই ২০১৭ থেকে ৩১মে ২০২১ পর্যন্ত শিক্ষকদের এরিয়ার দেওয়া হবে। এতে সরকারি কোষাগার থেকে অতিরিক্ত ৪৯ কোটি, ৫৯ লাখ টাকা ব্যয় হবে। তিনি জানান, বর্তমানে এই শিক্ষক-শিক্ষিকারা মাসিক বেতন পাচ্ছেন ২০ হাজার,৪৭৫ টাকা। নিয়মিত হওয়ার পর তারা সরকারি সব সুযোগ-সুবিধা মিলিয়ে পাবেন ৩৩ হাজার ৮৫৩ টাকা।

    তিনি আরো জানান, নিয়মিত করার পূর্বে সরকারি কোষাগার থেকে ব্যয় হতো ২৩ কোটি, ৪  লক্ষ, ৬৬ হাজার, ৬০০ টাকা। এখন নিয়মিত করার পর কোষাগার থেকে বাৎসরিক ব্যয় হবে প্রায় ৩৮ কোটি, ১০ লাখ, ৪৯ হাজার, ৩৬৮ টাকা। রাজ্যের আর্থিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও বিজ্ঞান শিক্ষকদের  স্বার্থে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে  সাংবাদিক সম্মেলনে জানান শিক্ষামন্ত্রী।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ২২শে জুন ২০২১
     

    3/related/default