আগামী ২-৪ সপ্তাহের মধ্যেই মহারাষ্ট্রে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। এমনই সতর্কবার্তা দিল রাজ্যের কোভিড সংক্রান্ত টাস্ক ফোর্স।তারা আরও জানিয়েছে, তৃতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের তুলনায় দ্বিগুণ হবে। এমনকি সক্রিয় রোগীর সংখ্যা ৮ লক্ষ ছাড়িয়ে যেতে পারে। তবে এই ঢেউয়ে শিশুরা খুব একটা প্রভাবিত হবে না বলেও দাবি করেছে টাস্ক ফোর্স। তাদের মতে, তৃতীয় ঢেউয়েও ১০ শতাংশের মতো শিশু প্রভাবিত হতে পারে। টাস্ক ফোর্সের সদস্য শশাঙ্ক যোশী জানিয়েছেন, ব্রিটেনে যেমন দ্বিতীয় ঢেউ শেষ হতেই তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে, মহারাষ্ট্রও সেই পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে।
আরশিকথা দেশ-বিদেশ
১৭ই জুন ২০২১