পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধির প্রতিবাদে আরো একবার রাস্তায় নামলো বামপন্থীরা। বৃহস্পতিবার বিভাগীয় কমিটির পক্ষ থেকে রাজধানীর দুর্গা বাড়ি সংলগ্ন পেট্রোল পাম্পসহ চারটি পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ দেখানো হয়। প্লেকার্ড হাতে নিয়ে এবং স্লোগান তুলে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তারা। সিপিএমের সদর মহকুমার কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলী বলেন, গত এক মাসে ২৫ বার পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। জনবিরোধী সরকার ট্যাক্স বাড়িয়ে জনগণের উপর অতিরিক্ত বোঝা চাপাচ্ছে। রাজ্য সরকারও একই কাজ করছে। তিনি আরো বলেন, জ্বালানির মূল্য হ্রাস করা না হলে সিপিএম আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাবে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১৭ই জুন ২০২১