আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভ্যাকসিন : সংশোধিত নির্দেশিকা কেন্দ্রের নষ্ট করলে সরাসরি প্রভাব পড়বে বরাদ্দে

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ

    মঙ্গলবার, কেন্দ্রের তরফে ভ্যাকসিন বণ্টন নিয়ে  নতুন সংশোধিত নির্দেশিকা জারি করা হয়। সেখানে বলা হয়েছে, কোন রাজ্য কত ডোজ ভ্যাকসিন পাঠানো হবে, তা সংশ্লিষ্ট রাজ্যের জনসংখ্যা, সংক্রমণ ও টিকাকরণ প্রক্রিয়ার হার দিয়ে নির্ধারণ করা হবে। উল্লেখ্য,ভ্যাকসিন নষ্ট হওয়া নিয়ে রাজ্যে ও কেন্দ্রর মধ্যে বেশ কিছুদিন ধরেই তীব্র বাদানুবাদ চলছে। মে মাসে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এক পরিসংখ্যান বলছে, বিভিন্ন রাজ্যে চূড়ান্তভাবে ভ্যাকসিন নষ্ট হয়েছে। এই তালিকায় রয়েছে ঝাড়খণ্ড (৩৭ শতাংশ), ছত্তিসগড় (৩০ শতাংশ), তামিলনাড়ু (১৫.৫ শতাংশ), জম্মু ও কাশ্মীর (১০.৮ শতাংশ), মধ্যপ্রদেশ (১০.৭ শতাংশ)। সেখানে জাতীয় গড় হল ৬.৩ শতাংশ। নতুন নির্দেশিকায় ভ্যাকসিন নষ্ট হওয়ার ঘটনাবলিকে গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে, ভ্যাকসিন নষ্ট করলে সরাসরি তার প্রভাব পড়বে পরবর্তী বরাদ্দে।

    আরশিকথা দেশ-বিদেশ
    ৮ই জুন ২০২১
     

    3/related/default