Type Here to Get Search Results !

তিপ্রা দলের বিরুদ্ধে সরব আমরা বাঙালিঃ আগরতলা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


বাঙ্গালীদের সুরক্ষার জন্য সমস্ত অংশের মানুষকে হাতে হাত মিলিয়ে আমরা বাঙালি করার আহ্বান জানান দলের সচিব গৌরাঙ্গ রুদ্র পাল। শুক্রবার দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে তিপ্রা দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও উষ্মা ব্যক্ত করেন তিনি। দলের সচিব বলেন, রাজ্যে প্রায় প্রতিদিনই খুন, সন্ত্রাস, হামলা চলছে। কাঞ্চনপুর, মাছমারা, মনুঘাটসহ বিভিন্ন এলাকায় হুলিয়া জারি করা হচ্ছে এডিসি এলাকায় বাঙালিরা ব্যবসা-বাণিজ্য করতে পারবে না। তাছাড়া বিভিন্ন জায়গায় বাংলা ভাষায় লেখা সাইনবোর্ড মুছে দেওয়া হচ্ছে। শুধু তাই নয় এরা এতটাই বাঙালি বিদ্বেষী যে বাঙালি মনীষীদের মূর্তিগুলি তুলে দিতে দাবি জানাচ্ছে ও দল।‌ অথচ এদের বিরুদ্ধে বিজেপি, আইপিএফটি জোট সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। কোথাও হিংসার ঘটনায় বিজেপি তিপ্রা দলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে না। বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে। এই অবস্থায় কংগ্রেস, সিপিএম, বিজেপি কোনো দলই বাঙ্গালীদের জন্য ভরসার জায়গা নয়। সব দলকে দেখা হয়ে গেছে। তাই সবাই যেন আমরা বাঙালি দলে যোগ দেন। দলকে এগিয়ে নিয়ে যেতে সব অংশের মানুষ যেন এগিয়ে আসেন। একমাত্র আমরা বাঙালি-ই পারে বাঙালি, জনজাতিসহ সব মানুষকে সুরক্ষা দিতে। আমরা বাঙালি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের উন্যান্য কার্যকর্তারাও উপস্থিত ছিলেন।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

১৮ই জুন ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.