দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল হতে হয়েছে অনেককেই। চিকিৎসার খরচও বেড়েছে হু হু করে। আর তাই বিশেষ ঋণ দিচ্ছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। এই ঋণ প্রকল্পের নাম রাখা হয়েছে ‘কবচ পার্সোনাল লোন’। দেশের অন্যতম শীর্ষ এই ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের মধ্যে থেকে যিনি এই ঋণ নেবেন, শুধু তিনি নন, তাঁর গোটা পরিবারও এর আওতায় থাকবে। অর্থাৎ কেউ চাইলে নিজের কিংবা নিজের পরিবারের কারওর করোনা চিকিৎসার জন্য এই ঋণ নেওয়া যাবে। এ ক্ষেত্রে সর্বনিম্ন ২৫ হাজার থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে আবেদনকারীকে। তবে এই ঋণ নিতে কোনও কিছু বন্ধকও রাখতে হবে না। সুদের হার হবে বার্ষিক ৮.৫ শতাংশ। সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে সুদ-সহ ঋণ শোধ করতে হবে।
আরশিকথা দেশ-বিদেশ
১৩ই জুন ২০২১