করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশের সঙ্গে যখন বিদ্ধস্ত আমাদের রাজ্য ত্রিপুরাও তখন দুস্থদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল দুর্জয়নগরের হলিক্রস স্কুল।
১১ জুন হলিক্রস স্কুল প্রাঙ্গনে রাজ্যের বনেদি এই স্কুল কর্তৃপক্ষ পার্শ্ববর্তী এলাকার কিছু পরিবারের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করে। স্কুল প্রাঙ্গনে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডা: দিলীপ কুমার দাস, হলিক্রস এডুকেশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান রেভ: ফাদার সাইমন, নতুন নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা দাস, উপপ্রধান অজয় দেবনাথ, হলিক্রস স্কুলের অধ্যক্ষ ফাদার ববি জন এবং উপাধ্যক্ষ ফাদার আজি পল।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১২ই জুন ২০২১