আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এবার গ্রিন ফাঙ্গাসের হানা আক্রান্ত এক করোনা জয়ী

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    মধ্যপ্রদেশে এক ব্যক্তির শরীরে খোঁজ মিলল নয়া আতঙ্ক গ্রিন ফাঙ্গাসের। জানা গেছে, ওই ব্যক্তি সদ্য করোনা জয় করেছেন। তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সের মাধ্যমে মুম্বইয়ে স্থানান্তরিত করা হয়েছে। নয়া এই ছত্রাকের আগমনে বেশ উদ্বিগ্ন চিকিৎসকরা। শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের চেষ্ট ডিজিজ বিভাগের প্রধান রবি দোশী জানান, মধ্যপ্রদেশের ওই ব্যক্তির আগে করোনা হয়েছিল। তাঁর ফুসফুসে ১০০ শতাংশ করোনা সংক্রমণ ছিল। দীর্ঘদিন হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা করা হয় তাঁকে। করোনা জয়ের কিছুদিন পর ফের নানা ধরনের শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন মধ্যপ্রদেশের ওই ব্যক্তি। বর্তমানে নাক দিয়ে রক্ত পড়া, অত্যধিক দুর্বলতা এবং ওজন কমতে থাকার মতো একাধিক উপসর্গ দেখা দেয়। প্রথমে মনে করা হয় তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। সেই অনুযায়ী ওই ব্যক্তির নানা পরীক্ষা নিরীক্ষা করা হয়। তবে জানা যায় ব্ল্যাক নয়, তাঁর শরীরে থাবা বসিয়েছে গ্রিন ফাঙ্গাস। চিকিৎসা পরিভাষায় যার নাম অ্যাসপারগিলোসিস। এই ছত্রাক মূলত সাইনাস, রক্ত এবং ফুসফুসে থাবা বসাচ্ছে বলেই জানান চিকিৎসকরা।


    আরশিকথা দেশ-বিদেশ

    ১৬ই জুন ২০২১
     

    3/related/default