রাজ্যের সিন্ডিকেটরাজ ও দলবাজিকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না সরকার। বর্তমান রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে ত্রিপুরার মানুষের কল্যাণে কাজ করে চলেছে। রবিবার জিরানিয়া মাধববাড়ি আন্তঃরাজ্য ট্রাক টার্মিনাস ও জিরানিয়া রেলওয়ে ইয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, এই দুটি জায়গা সম্পর্কে বিভিন্ন অভিযোগ এসেছে। সেসব বিষয়ে খোঁজ নিতেই মুখ্যমন্ত্রী আন্তঃরাজ্য ট্রাক টার্মিনাস ও জিরানিয়া রেলওয়ে ইয়ার্ড পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী আরও জানান, সংশ্লিষ্ট এসোসিয়েশন ও সংগঠনগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে এখন রাজ্য সরকার আন্তঃরাজ্য ট্রাক টার্মিনাস ও পণ্য পরিবহনের বিষয়টি স্বচ্ছতার সাথে পরিচালনার দায়িত্বভার নেবে। এজন্য পরিবহন মন্ত্রী এবং সংশ্লিষ্ট আধিকারিকদের মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশ দেন।
জিরানিয়া মহকুমার মাধববাড়ি আন্তঃরাজ্য ট্রাক টার্মিনাসে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। আধিকারিকদের কাছ থেকে এই দু'টি জায়গার পরিচালন পদ্ধতি ও বর্তমান ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। কিভাবে সঠিক ব্যবস্থাপনা ও পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে এই দুটি জায়গার মান উন্নত করা যায় সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে পরিবহন মন্ত্রী ও সংশ্লিষ্ট আধিকারিকগণ আন্তঃরাজ্য ট্রাক টার্মিনাসের পরিচালন ব্যবস্থা ও পণ্য পরিবহনের বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবহিত করেন। মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে এই জায়গাগুলি থেকে দলবাজি এবং নানাভাবে বঞ্চনার অভিযোগ আসে। এই করোনা পরিস্থিতিতে এমনিতেই যখন পরিবহন পেশার সাথে যুক্ত শ্রমিকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন, সেই সময়ে এই ধরনের বিষয় কোনোভাবেই কাম্য নয়। এমনকি ট্রাক মালিকদের অনেকেরই ব্যাংকের কিস্তি পরিশোধ করতে পর্যন্ত হিমশিম খেতে হচ্ছে। পণ্য পরিবহনে যুক্ত শ্রমিক, ট্রাকচালক ও মালিকদের ওপর যেন কোন ধরনের বঞ্চনা বা পক্ষপাতিত্ব না হয় সেদিকে রাজ্য সরকার সজাগ দৃষ্টি রাখছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার চায় সবাই স্বচ্ছতার সঙ্গে একটি স্বচ্ছ ব্যবস্থার মধ্য দিয়ে উপার্জন করুক।আরশিকথা ত্রিপুরা সংবাদ
৬ই জুন ২০২১