Type Here to Get Search Results !

করোনা রোগীদের দুই হাসপাতালে চিকিৎসা ক্ষেত্রে অংকের পরিমাণ বেঁধে দিল রাজ্য সরকারঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


কোভিড পরিস্থিতিতে রাজ্যের অন্যতম দুই হাসপাতাল আই এল এস ও ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার খরচ নির্দিষ্ট করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শ্রী দেব বলেন, মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে, রাজ্যের আইএলএস ও ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে কোভিড চিকিৎসার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের হেলথ স্কিম (সিজিএইচএস) নির্ধারিত অঙ্কের চেয়ে রোগীদের থেকে অতিরিক্ত অর্থ নিতে পারবে না বেসরকারি হাসপাতালগুলো। তিনি বলেন,সিজিএইচএস অনুযায়ী অক্সিজেন সাপোর্ট যুক্ত আইসোলেশন বেডের ক্ষেত্রে দৈনিক ৪০০০ টাকা, সাধারণ আইসিইউ বেডের জন্য দৈনিক ৭,৫০০ টাকা এবং ভেন্টিলেটর সাপোর্ট যুক্ত আইসিইউ বেডের ক্ষেত্রে দৈনিক ৯০০০ টাকার বেশি নিতে পারবে না হাসপাতালগুলি। এই অর্থের মধ্যেই বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ যুক্ত রয়েছে। আবার সিটি স্ক্যানের মতো কিছু পরীক্ষা এবং বেশ কিছু এমন ওষুধ রয়েছে যা কেন্দ্রের নির্দেশিকার মধ্যে যুক্ত নয়। সেগুলি যদি কোনও রোগীর প্রয়োজন হয় তাহলে অতিরিক্ত অর্থ ধার্য করতে পারে হাসপাতাল। মুখ্যমন্ত্রী শ্রী দেব বলেন, এই নীতিগত সিদ্ধান্তের ফলে রাজ্যের মানুষ উপকৃত হবে এবং তাদের খরচও সাশ্রয় হবে।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

১লা জুন ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.