গত কয়েকদিন ধরেই লাগাতার কমছে দৈনিক করোনা সংক্রমণ। যে ধারা অব্যাহত থাকল মঙ্গলবারও। এদিন ফের একধাক্কায় অনেকটা কমল করোনা আক্রান্তের সংখ্যা। ৫৪ দিন পর দেশের দৈনিক সংক্রমণ নামল ১ লক্ষ ২৭ হাজারের ঘরে। সেই সঙ্গে একধাক্কায় অনেকটা কমল দৈনিক মৃত্যুও। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ২৭ হাজার ৫১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে অনেকটা কম তো বটেই ৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮১ লক্ষ ৭৫ হাজার ৪৪ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৩ লক্ষ ৩১ হাজার ৮৯৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭৯৫ জনের। দীর্ঘদিন বাদে মৃতের সংখ্যাটা ৩ হাজারের নিচে নামল। এদিন নতুন করে অ্যাকটিভ কেস কমেছে প্রায় ১ লক্ষ ৩০ হাজার। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৮ লক্ষ ৯৫ হাজার ৫২০ জন। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় এক সময় যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত মিলেছিল, তা আবার ঘুরে দাঁড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লক্ষ ৫৫ হাজার ২৮৭ জন। এই মুহূর্তে সুস্থতার হার ৯২.০৯ শতাংশ।
আরশিকথা দেশ-বিদেশ
১লা জুন ২০২১