আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রথমবার মানব শরীরে বার্ড ফ্লুর নয়া স্ট্রেনের হদিশ মিলল চিনে

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    চিনের উহান থেকেই ছড়িয়েছিল মারণ ভাইরাস করোনা। এবার চিনেই প্রথমবার বার্ড ফ্লুর H10N3 স্ট্রেনের হদিশ মিলল মানব শরীরে। এর আগে এই ভাইরাসের সন্ধান কখনও মানুষের শরীরে মেলেনি। চিনের পূর্ব জিয়াংসু প্রদেশে এই সংক্রমণের কথা জানিয়েছে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন।  ঝেনজিয়াং শহরের বাসিন্দা ৪১ বছরের এক ব্যক্তির শরীরে মিলেছে বার্ড ফ্লুর নয়া এই স্ট্রেনটির খোঁজ। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। যদি এর মধ্যে কোনও সমস্যা নতুন করে না তৈরি হয়, তাহলে হয়তো শিগগিরি তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। গত ২৮ মে তাঁর শরীরে সংক্রমণ ধরা পড়ে। তবে কী করে পাখির শরীর থেকে ওই ব্যক্তির শরীরে ভাইরাসটি পৌঁছল তা জানানো হয়নি।


    আরশিকথা দেশ-বিদেশ

    ১লা জুন ২০২১
     

    3/related/default