এই মন্দিরের সামনেই রাজেশ খান্না ও মুমতাজের সুপার-ডুপার হিট ছবি ‘আপ কি কসম’-এর অন্যতম হিট গান ‘জয় জয় শিব শঙ্কর’-এর শুটিং হয়েছিল। দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে ভগ্নদশায় পরিণত হয়েছিল মন্দিরটি। শেষ পর্যন্ত শতাব্দী প্রাচীন গুলমার্গের শিব মন্দিরের সংস্কার করল ভারতীয় সেনাবাহিনী । সিনেমার দৌলতে বহু আগেই এই মন্দিরের পরিচিতি ছড়িয়ে পড়ে গোটা দেশে।১৯১৫ সালে জম্মু কাশ্মীরের মহারাজা হরি সিংয়ের স্ত্রী মহারাণী মোহিনী বাই সিসোদিয়া গুলমার্গে এই শিব মন্দিরটি তৈরি করেছিলেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কার্যত ভগ্নদশা হয়েছিল কাশ্মীরের ঐতিহ্যবাহী এই শিব মন্দিরের। প্রশাসনিক ঔদাসীন্যই এর জন্য দায়ী বলে অভিযোগ ছিল স্থানীয় বাসিন্দাদের। শেষমেশ মন্দির সংস্কারে এগিয়ে আসে ইন্ডিয়ান আর্মি। মন্দিরের পুরনো আদল অটুট রেখেই শুরু হয় সৌন্দর্যায়নের কাজ। মন্দির সংস্কারের কাজ শেষ হয়েছে। এবার সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা।
আরশিকথা দেশ-বিদেশ
১লা জুন ২০২১