পালিত হবে রথযাত্রা অনুষ্ঠান । তবে ওই সময় পুরী জুড়ে জারি থাকবে কারফিউ। সুপ্রিম কোর্টের নির্দেশে সর্বোচ্চ ৫০০ জনকে অনুমতি দেওয়া হবে রথের রশি টানার। অবশ্যই সকলকে কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখিয়েই অনুমতি নিতে হবে। এই ৫০০ জনের মধ্যে মন্দিরের সদস্য ও পুলিশকর্মীরাও থাকবেন। উল্লেখ্য, দ্বাদশ শতাব্দী থেকে শুরু হয়েছে পুরীর রথযাত্রা। প্রতি বছরই অসংখ্য মানুষের জমায়েত দেখা যায় উৎসবকে কেন্দ্র করে। কিন্তু ২০২০ সালে সব পরিস্থিতি বদলে যায়। কোভিড অতিমারির কারণে প্রথমে বন্ধ করে দেওয়া হয় রথযাত্রা। পরে নিয়ম বদলে অল্পসংখ্যক মানুষের উপস্থিতিতে রথযাত্রা পালিত হয়। ওই বছরই শীর্ষ আদালত রথযাত্রা পালনের নির্দেশিকা জারি করেছিল। সেই নির্দেশিকা মেনেই এ বছরও রথযাত্রা পালন করা হবে।
আরশিকথা দেশ-বিদেশ
১০ই জুন ২০২১