বাংলাদেশ থেকে এসে করোনায় আক্রান্ত হয়ে রাজ্যের চিকিৎসা পরিষেবায় সুস্থ হয়ে স্বদেশে ফিরে গেলেন এক দম্পতি। আগরতলায় তাদের চিকিৎসা এবং বাংলাদেশে ফিরে যাওয়ার ব্যাপারে সাহায্য সহযোগিতা করলেন সাংসদ প্রতিমা ভৌমিক। বুধবার আখাউড়ার সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে যান করুণা সিন্ধু চৌধুরী ও তার স্ত্রী সন্ধ্যা দাস চৌধুরী। সাংসদ প্রতিমা ভৌমিক জানান, এপ্রিলের শেষদিকে এরা চেন্নাই গিয়েছিলেন চিকিৎসার জন্য। করুণা সিন্ধু ব্লাড ক্যান্সারের রোগী। বাংলাদেশে ফেরার পথে এরা আগরতলায় আসেন। এমবিবি বিমানবন্দরে দেখা যায় করুণা সিন্ধুর করোনা পজিটিভ। তবে তার স্ত্রী সন্ধ্যা দাস চৌধুরী নেগেটিভ। ক্যাম্পের বাজার এলাকায় একটি কোভিড কেয়ার সেন্টারে রাখা হয়। করুণা সিন্ধুর চিকিৎসা চলে আইএলএস হাসপাতালে। সাংসদ জানান, ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুলে যে কল সেন্টার খোলা হয়েছে সেখান থেকে এই পরিবারটি সম্পর্কে জানতে পারেন তিনি। তারপর করুণা সিন্ধুকে জিবি হাসপাতাল এনে ভর্তি করানো হয় প্রায়। ১৫ দিন তিনি জি বি তে চিকিৎসাধীন ছিলেন। তিনদিন আগে তার রিপোর্ট নেগেটিভ আসে। সুস্থ হয়ে সস্ত্রীক তিনি বাংলাদেশে ফিরে যান। তাদের বাড়ি বাংলাদেশের সিলেট জেলায় বলে জানান সাংসদ।
বুধবার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে আগরতলায় বাংলাদেশের সহকারি হাই কমিশনারের কার্যালয়ও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সাংসদ প্রতিমা ভৌমিক দাবি করেন রাজ্যে ভালো চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। মানুষ যেন এই সুযোগ গ্রহণ করেন।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃসুমিত কুমার সিংহ
৯ই জুন ২০২১