করোনা অতিমারির কারণে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে পড়াশোনা ব্যাহত হওয়ায় পঞ্চম, অষ্টম, নবম এবং একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের অস্থায়ীভাবে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, করোনা অতিমারির কারণে শিক্ষাদপ্তর প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার সিদ্ধান্ত আগেই নিয়েছিল। আজ পঞ্চম, অষ্টম, নবম এবং একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বিদ্যালয় খুললে ঐ শ্রেণিগুলির ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন করবে বিদ্যালয় কর্তৃপক্ষ। কারণ পোস্ট ম্যাট্রিকসহ অন্যান্য স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে মার্কশিট প্রয়োজন। তাই তাদের মূল্যায়ন করে মার্কশিট দেওয়া হবে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১০ জুন ২০২১