বর্তমান করোনা অতিমারির সময়ে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের উপর থেকে আর্থিক চাপ কমানোর লক্ষ্যে রাজ্যে বেসরকারি বিদ্যালয়গুলি যাতে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসে তার জন্য শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন। শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার শিক্ষাভবনে সিবিএসই ও টিবিএসই'র স্বীকৃতিপ্রাপ্ত বিভিন্ন বেসরকারি বিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে এক বৈঠক করেন। বৈঠকে বর্তমান করোনা অতিমারির সময়ে বিদ্যালয় কি ধরনের ভূমিকা নিয়েছে সে সম্পর্কে অবহিত হন। শিক্ষামন্ত্রী এই গুরুত্বপূর্ণ সময়ে অভিভাবকদের উপর যাতে আর্থিক বোঝা না চাপে সেজন্য প্রতিমাসের বাস ভাড়া অন্ততপক্ষে ষাট শতাংশ হ্রাস করার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে টিউশন ফি ছাড়া আনুষঙ্গিক অন্যান্য ফি এই সময়ে না নেবার জন্য তিনি অনুরোধ জানান। পাশাপাশি গত বছর অতিমারির চলার সময় বিদ্যালয়গুলিতে যে টিউশন ফি নিত এবছর তা না বাড়িয়ে একই রাখার জন্য তিনি অনুরোধ জানান। বর্তমান করোনা অতমারি চলার সময় অবিভাবকদের উপর থেকে চাপ কমানোর লক্ষ্যে বিভিন্ন বিদ্যালয়ে যে সমস্ত পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে বিদ্যালয় প্রতিনিধিগণ সভাকে অবহিত করেন। লিখিত আকারে এইসব পদক্ষেপ দপ্তরে জানানোর জন্য শিক্ষা দপ্তরের অধিকর্তা ইউ কে চাকমা বিভিন্ন স্কুলের প্রতিনিধিদের বলেছেন।
বৈঠকে উপস্থিত ত্রিপুরা স্টেট হায়ার এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান অরুণোদয় সাহা এই সময়ে মানবিক দৃষ্টিকোণ থেকে সমস্ত পদক্ষেপ নেবার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।আরশিকথা ত্রিপুরা সংবাদ
১০ই জুন ২০২১