আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগরতলা পুর নিগমসহ ছয়টি স্থানে করোনা কারফিউ বলবৎ থাকবে আগামী ১৮ জুন পর্যন্ত

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    বাড়ানো হলো করোনা কারফিউর মেয়াদ। তবে গোটা রাজ্যে নয়, আগরতলা পুর নিগমসহ মোট ছয়টি স্থানে এই কারফিউ বলবৎ থাকবে।মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার এ সংবাদ জানান মন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রী শ্রী নাথ বলেন, যেসব এলাকায় ৫ শতাংশের উপরে পজিটিভিটি রেট সেসব এলাকায় কারফিউ চলবে আগামী ১৮ জুন পর্যন্ত। কারফিউ বলবৎ থাকছে আগরতলা পুর নিগম, ধর্মনগর পুর পরিষদ, রাণীরবাজার নগর পঞ্চায়েত, সোনামুড়া নগর পঞ্চায়েত, কুমারঘাট পুর পরিষদ এবং বিলোনিয়া পুর পরিষদ এলাকায়। তবে এসব এলাকায় ডে কারফিউ এবং নাইট কারফিউ বলবৎ থাকলেও সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত দোকানপাট বাজার খোলা থাকবে বলে জানালেন শ্রী নাথ।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১০ই জুন ২০২১
     

    3/related/default