বাতিল করা হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শনিবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানালেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।তিনি বলেন, উদ্ভূত করোনা পরিস্থিতির কারণে বাতিল করা হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা আলিম এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষা। মন্ত্রী বলেন, ঐ সকল পরীক্ষার জন্য ৭৩ হাজার, ৮১৮ জন মোট পরীক্ষার্থী রয়েছে। এরমধ্যে মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে ৪৬ হাজার,৬১৩ জন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে ২৭ হাজার, ২০৫ জন।
মন্ত্রী শ্রী নাথ বলেন, এই পরীক্ষাগুলো আগে স্থগিত করা হয়েছিল। রাজ্যে করোনা পরিস্থিতির যথেষ্ট উন্নতি না হওয়ায় বর্তমানে এই পরীক্ষাগুলো বাতিল করা হলো। আগামী ১৮ মে এই পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল। তিনি বলেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবং শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যের বিশিষ্টদের নিয়ে একটি বৈঠক করা হয়। পাশাপাশি পরীক্ষার্থীদের অভিভাবককে এর কাছ থেকেও ওয়েবসাইটে মতামত নেওয়া হয়। অভিভাবকরা বেশিরভাগই পরীক্ষা না হবার মত-ই দিয়েছেন। সবদিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, ছাত্র-ছাত্রীদের এই পরীক্ষাগুলো নম্বর একটি বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুসারে দেওয়া হবে। সকল পরীক্ষার ফল আগামী ৩১ জুলাই প্রকাশ করা হবে। তিনি বলেন, যে সকল ছাত্র-ছাত্রীরা পর্ষদের দেওয়া নম্বরে সন্তুষ্ট হবে না, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের জন্য পরীক্ষা নেওয়া হবে।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১৯শে জুন ২০২১