Type Here to Get Search Results !

অভিনব উদ্যোগ : টিকা নিলেই বিয়ার ফ্রি

বিশেষ প্রতিনিধি,আরশিকথাঃ


টিকাকরণ দ্রুত করতে অভিনব উদ্যোগ নিল জো বাইডেন প্রশাসন। মানুষের মধ্যে টিকা নিয়ে আগ্রহ তৈরি করতে মার্কিন প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে, টিকা নিলেই মিলবে ফ্রি বিয়ার। ৪ জুলাই আমেরিকায় স্বাধীনতা দিবস। তার মধ্যে দেশের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্কদের অন্তত টিকার একটা ডোজ দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর সেই লক্ষ্য পূরণেই এই নয়া চমক। যেখানে বলা হয়েছে, টিকা নিলেই প্রাপ্তবয়স্করা পাবেন বিনামূল্যে এক বোতল বিয়ার। টিকা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি করতেই এই বিশেষ অফার ঘোষণা করা হয়েছে। কোথাও আর্থিক উপহার দেওয়া হচ্ছে কোথাও বা দেওয়া হচ্ছে স্পোর্টস টিকিট। আবার কোনও কোনও অফিস কর্মচারিদের বেতন–সহ ছুটিও দিচ্ছে। জানা গেছে, এখনও পর্যন্ত আমেরিকায় ৬২.৯ শতাংশ প্রাপ্তবয়স্ক অন্তত পক্ষে করোনা টিকার একটি ডোজ নিয়েছেন।


আরশিকথা দেশ-বিদেশ

৩রা জুন ২০২১