Type Here to Get Search Results !

দ্বিতীয় ঢেউয়ের মতো ভয়ানক হবে না করোনার তৃতীয় ঢেউঃ ডা. রণদীপ গুলেরিয়া

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


দৈনিক মৃত্যুমিছিল শুরু হয়ে গিয়েছিল করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় । পরিস্থিতি এখন অনেকটাই ভাল। কিন্তু এরই মধ্যে আশঙ্কা গাঢ় হচ্ছে তৃতীয় ঢেউকে নিয়ে। এমনও শোনা যাচ্ছে, তৃতীয় ঢেউ হবে আরও ভয়ংকর। এরই মধ্যে সকলকে আশ্বস্ত করলেন এআইআইআইএমএস প্রধান ডা. রণদীপ গুলেরিয়া। তাঁর মতে, অতটা ভয়াবহ হবে না করোনার তৃতীয় ঢেউ। শনিবার এবিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, ‘‘দ্বিতীয় ঢেউয়ের থেকেও তৃতীয় ঢেউ বেশি বিপজ্জনক হবে কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। আমি মনে করি, আগামী ঢেউ দ্বিতীয়টির মতো অতটা ভয়াবহ হবে না।’’ সেই সঙ্গে তৃতীয় ঢেউয়ের মোকাবিলা প্রসঙ্গে এইমস প্রধান বলেন, ‘‘দ্বিতীয় ঢেউ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আর সেইমতো প্রস্তুতি নিতে হবে সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করার।’’ পাশাপাশি তিনি মনে করিয়ে দিচ্ছে‌ন স্প্যানিশ ফ্লুর ক্ষেত্রে দ্বিতীয় ঢেউয়ের থেকেই সর্বাধিক ক্ষতি হয়েছিল। পরে তৃতীয় ঢেউ এলেও তা ছিল দ্বিতীয় ঢেউয়ের থেকে অনেকটাই কম।


আরশিকথা দেশ-বিদেশ

২৬শে জুন ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.