বিভিন্ন দেশে পাওয়া যাচ্ছে করোনা ভাইরাসের নানা ভ্যারিয়েন্ট। এতদিন দাবি করা হচ্ছিল ভারতীয় ভ্যারিয়েন্ট বেশি সংক্রামক ,কিন্তু তার থেকে আরও বেশি সংক্রামক ভ্যারিয়েন্টের হদিশ মিললো ভিয়েতনামে। ভিয়েতনাম কর্তৃপক্ষের দাবি, এই ভ্যারিয়েন্ট ভারতীয় ও ব্রিটেনের ভ্যারিয়েন্টের সংমিশ্রনে তৈরী হয়েছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হল যে, এই ভিয়েতনাম ভ্যারিয়েন্টটি বাতাসে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। যা রীতিমতন উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসক ও বিশেষজ্ঞদের। এই ভ্যারিয়েন্টের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল, এটি দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে পারে। ২০২০-র জানুয়ারি মাসে প্রথম চিনে করোনাভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছিল। তারপর থেকে এই মারণ ভাইরাস বহুবার নিজের চরিত্রে বদল ঘটিয়েছে। এবার ভিয়েতনামে পাওয়া গেল ভারত ও ব্রিটেনে পাওয়া কোভিড ভ্যারিয়েন্টের সংমিশ্রণে তৈরী একটি নতুন কোভিড-১৯ ভ্যারিয়েন্ট।
আরশিকথা দেশ-বিদেশ
৩১শে মে ২০২১