আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জলবায়ু পরিবর্তনের জেরে কানাডায় তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    জলবায়ু পরিবর্তনের জেরে শীতল আবহাওয়ার দেশ কানাডায় প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বৃহস্পতিবার দেশের পশ্চিমপ্রান্তের ব্রিটিশ কলম্বিয়ায় তাপমাত্রা ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। তিনগুণ বেড়েছে স্বাভাবিক মৃত্যুর হারও। গত পাঁচ দিনে পশ্চিম কানাডার এই প্রদেশে মারা গিয়েছেন ৪৮৬ জন। ব্রিটিশ কলম্বিয়ার প্রশাসনিক কর্তা জানান, হঠাত্‍ করে মৃত্যুর সংখ্যা এতটা বেড়ে যাওয়ার নেপথ্যে তাপমাত্রাই যে একটা বড় কারণ, তা মেনে নিতেই হবে। পাশাপাশি, তাঁরা জলবায়ু সঙ্কটের ভয়াবহতার কথাও মেনে নেন। জানান, এ কয়েকদিনে তা ভালই টের পেয়েছেন কানাডা এবং আমেরিকার মানুষজন। কয়েকদিন আগেই আমেরিকার নেভাদায় লাস ভেগাসের তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছিল। এ সপ্তাহে সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছে ব্রিটিশ কলম্বিয়ার শহর ভ্যাঙ্কুভার। রেকর্ড ভাঙা এই তাপমাত্রায় বাড়ি ছেড়ে পালাতে শুরু করেছেন ভ্যাঙ্কুভারের বাসিন্দারা। যাঁদের বাড়িতে এসি নেই, তাঁরা হোটেলে এসে উঠেছেন। লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন হোটেলে ঘর পাওয়ার জন্য। প্রবল গরমে প্রশাসনিক সাহায্য চেয়ে আপৎকালীন নম্বরে অজস্র ফোনও এ ক'দিন  এসেছে বলে জানিয়েছে ব্রিটিশ কলম্বিয়া সরকার।


    আরশিকথা দেশ-বিদেশ


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট 

    ১লা জুলাই ২০২১
     

    3/related/default