বুধবার থেকে ভারী বৃষ্টিপাতের ফলে বৃহস্পতিবার সকালে তেলিয়ামুড়া মুঙ্গিয়াকামি ব্লকের অধীন ৩৫ মাইল এলাকায় জাতীয় সড়কের ওপর ধস নামে। ফলে দীর্ঘ সময় যান চলাচলে ব্যাঘাত ঘটে। যার জেরে রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণ যানবাহন আটকে পড়ে । ছোট থেকে বড় লরিসহ যাত্রীবাহী গাড়িগুলিকে চরম অসুবিধার সম্মুখীন হতে হয়। পরবর্তী সময়ে প্রশাসনের তৎপরতায় প্রায় ঘন্টা দু'য়েক পরে ৩৫ মাইল এলাকার আসাম-আগরতলা জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অপর দিকে বৃহস্পতিবার সকালেই তেলিয়ামুড়া- অমরপুর সড়কের সাতমাইল এলাকায় সড়কের উপর মাটি ধসে পড়ে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। পরবর্তী সময় দীর্ঘ প্রায় দেড় ঘন্টা পর রাস্তা পরিষ্কার করা হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১লা জুলাই ২০২১