আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রয়াত রজতকমলপ্রাপ্ত বিশিষ্ট লেখক, কার্টুনিস্ট,ফিল্মমেকার গৌতম বেনেগাল

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    প্রয়াত বিশিষ্ট লেখক, কার্টুনিস্ট, গৌতম বেনেগাল। মাত্র ৫৬ বছর বয়সেই থেমে গেল পথচলা। বেনেগালের প্রয়াণের খবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর বন্ধু কাইজাদ কোতওয়াল। সোশ্যাল মিডিয়ায় কোতওয়াল লিখেছেন, 'গৌতম আর নেই। গতকালই ওর সঙ্গে চ্যাটে কথা হচ্ছিল। এখনও বিশ্বাসই করতে পারছি না ও আর নেই। অনেক ক্ষতি হয়ে গেল।' সত্যজিত্ রায়ের সঙ্গে গৌতম বেনেগালের সম্পর্ক একেবারে কিশোর বয়স থেকেই। মাত্র ১৬ বছর বয়সে সত্যজিতের সন্দেশ পত্রিকায় লেখা ও ইলাস্ট্রেশনের জন্য ডাক পান গৌতম। কেলভিনেটর পেঙ্গুইন ও হ্যান্ডিপ্লাস বয় ছবির মাধ্যমে দেশের চলচ্চিত্র জগতে নজর কাড়েন গৌতম। তাঁর তৈরি ছবি নমিনেশন পেয়েছিল তেহরান, হিরোসিমা, বেলারুশ ও কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে। ২০১০ সালে অ্যানিমেটেড ফিল্ম 'দ্যা প্রিন্স অ্যান্ড দ্যা ক্রাউন অব স্টোন'-এর জন্য রজতকমল পান গৌতম।


    আরশিকথা দেশ-বিদেশ

    ১৬ই জুলাই ২০২১
     

    3/related/default