আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আফগানিস্তানে পুলিৎজার জয়ী ভারতীয় সাংবাদিক খুন

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    পুলিৎজার জয়ী ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকিকে কান্দাহারে গুলি করে খুন করা হয়। ছবি প্রকাশ করে জানালেন ভারতীয় রাষ্ট্রদূত। সংবাদসংস্থা রয়টার্সের হয়ে কাজ করতেন দানিশ। আফগানিস্তানের লাগাতার সংঘর্ষের কভারেজে গিয়েছিলেন দানিশ। আফগানিস্তানে পরিস্থিতি উদ্বেগজনক, প্রতিক্রিয়া রাষ্ট্রদূতের। দিন দুয়েক আগে দানিশ নিজেই জানিয়েছিলেন বিভিন্ন দিক থেকে আক্রমণ করা হচ্ছে। সারা দেশে কাজ করছে সেনাবাহিনী। সারা রাত যুদ্ধ চলেছে। ভয়াবহ পরিস্থিতি এখানে। আফগান সেনার ঘেরাটপে নিরাপদে রয়েছি। জানা গিয়েছে, এরপরই আক্রমণ করা হয় দানিশকে। আফগানিস্তানের বিভিন্ন এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কাজ শুরু হয়েছে। আর তার জেরে কার্যত ক্ষিপ্ত তালিবান জঙ্গিরা। একাধিক প্রদেশ দখলের চেষ্টা শুরু করেছে তালিবান জঙ্গিরা। ফটো জার্নালিস্ট হিসেবেই গিয়েছিলেন আফগানিস্তানে। ৪০ বছর বয়সী দানিশের বাড়ি মুম্বইয়ে। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে পড়াশোনা করেন তিনি। ২০১০ সালে থেকে শুরু কেরিয়ার। রয়টার্সে শিক্ষানবিশ সাংবাদিক হিসেবে যোগ দেন তিনি।  চাকরি জীবন শুরু হয়েছিলেন ইন্ডিয়া টুডের টেলিভিশনের মাধ্যমে। এরপর চিত্র সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একাধিক বড় ঘটনার ছবি তুলে ধরেছেন। ইরাকের মসুলের যুদ্ধের ছবি তুলতে যান দানিশ। ২০১৫ সালে নেপালের ভূমিকম্প থেকে ২০১৯-২০তে হংকং প্রোটেস্ট,২০২০ তে দিল্লির দাঙ্গার ছবিও তোলেন দানিশ সিদ্দিকি।  ভারতে রয়টার্সের চিত্র সাংবাদিকদের দলের প্রধান ছিলেন তিনি। ভাল কাজের পুরস্কার হিসেবে পুলিৎজার পেয়েছিলেন দানিশ । যা ভারতীয় চিত্র সাংবাদিক হিসেবে প্রথম। ২০১৮ সালে তাঁরই আরেক সহকর্মী আদনান আবিদির সঙ্গে ফিচার ফটোগ্রাফিতে এই পুরস্কার পেয়েছিলেন তিনি। আর এই পেশার তাগিদেই গিয়েছিলেন আফগানিস্তানে।


    আরশিকথা দেশ-বিদেশ

    ১৬ই জুলাই ২০২১ 
     

    3/related/default