আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ত্রিপুরা ফটোজার্নালিস্টস এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    ত্রিপুরা ফটোজার্নালিস্টস এসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন ও সংগঠনের পরিচালন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় রবিবার। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সংগঠনের এই দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বরিষ্ঠ চিত্রসাংবাদিক বিকাশ কোলে, বিকাশ ধর, কমলেন্দু বিকাশ মিত্র ও সংগঠনের সভাপতি রঞ্জন রায়। সম্মেলনে সংগঠনের দুই বছরের কার্যবিবরণী সহ আয় ব্যয়ের হিসাব পেশ করেন সম্পাদক রমাকান্ত দে। সম্মেলন শেষে  ৯০ সদস্যক সংগঠনের ১৩ টি পদের জন্য লড়াই করেন ১৮ জন প্রার্থী। গণনা শেষে আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন রঞ্জন রায় ও যুগ্ম সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সুমন দেবরায় ও সুখেন শর্মা। দ্বিতীয় বারের মত সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন রমাকান্ত দে। যুগ্ম সহ সম্পাদক হিসেবে নির্বাচিত হন প্রলয়জিৎ পাল ও অভিষেক দেববর্মা। কোষাধ্যক্ষ হন কর্নেন্দু রায় ও নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যরা হলেন চিন্ময় চৌধুরী (ছুটন), প্রবীর দেববর্মা, বিশ্বজিৎ দে, ভাস্কর দাস, সুমন ঘোষ  ও মিল্টন ধর। নির্বাচন পরিচালনায় রিটার্নিং অফিসার ছিলেন আগরতলা প্রেস ক্লাব সম্পাদক প্রণব সরকার, সাংবাদিক সৈয়দ সাজ্জাদ আলী ও সাংবাদিক দুলাল চক্রবর্তী। এদিকে ত্রিপুরা ফটোজার্নালিস্টস এসোসিয়েশনের নবনির্বাচিত পরিচালন কমিটিকে শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সম্পাদক প্রণব সরকার।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সংগৃহীত

    ২৫শে জুলাই ২০২১
     

    3/related/default