প্রধানমন্ত্রীর 'মন কি বাত' অনুষ্ঠানের জন্য মুখিয়ে থাকেন গোটা দেশের মানুষ।এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের মানুষকে বিভিন্ন বিষয়ে বার্তা দেন প্রধানমন্ত্রী। রবিবার প্রধানমন্ত্রী তার 'মন কি বাত' অনুষ্ঠানে ত্রিপুরার প্রসঙ্গ তোলেন। ঊনকোটি জেলার বিক্রমজিৎ চাকমা কুল চাষের মাধ্যমে রাজ্যের যুবাদের উৎসাহিত করার ঘটনাটি 'মন কি বাত' অনুষ্ঠানে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আর ত্রিপুরার মত একটি ছোট রাজ্যের এক কৃষকের সাফল্য গোটা দেশ ও বিশ্বের সামনে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যের যুব শক্তি ত্রিপুরাকে রূপান্তরিত করার পথে অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি যুবাদের স্বরোজগারী হবার পরামর্শ দেন।আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৫শে জুলাই ২০২১