গত ২৪ ঘন্টায় নতুন করে রাজ্যে করোনা সংক্রমিত হয়েছে আরো ৩২৫ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। নমুনা পরিক্ষা হয় ৭,৮৬৮ জনের।
পশ্চিম জেলায় সংক্রমিত ৬৪ জন, গোমতী জেলায় সংক্রমিত ৭৬ জন, খোয়াই জেলায় সংক্রমিত ২০ জন, সিপাহীজলা জেলায় সংক্রমিত ১৮ জন, ধলাই জেলায় সংক্রমিত ৩৩ জন, উত্তর জেলায় সংক্রমিত ২১ জন, ঊনকোটি জেলায় সংক্রমিত ৫৪ জন এবং দক্ষিণ জেলায় সংক্রমিত ৩৯ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪,০২৮ জন। সুস্থ হয় ৫১৫ জন। এবং সুস্থতার হার ৯৩.৫৩ শতাংশ। পজিটিভিটির হার ৪.১৩ শতাংশ। মৃত্যুর হার ০.৯৯ শতাংশ। বিগত বছর থেকে এখন পর্যন্ত রাজ্যে করোনার থাবায় মৃত্যু হয়েছে ৭২৫ জন। নমুনা পরীক্ষা হয় ১৪,৩৫,৮৮২ জন। এর মধ্যে করোনা শনাক্ত হয় ৭৩,৬১৫ জনের শরীরে। এর মধ্যে সুস্থ হয়েছে ৬৮,৭৯৬ জন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৮ই জুলাই ২০২১