আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কোভিড বিধি মেনেই দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন সোনু নিগম

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    কলকাতার জামাই তিনি। এ শহর তাঁর অত্যন্ত কাছের। কোভিড আবহে কাজের তাগিদে ফের কলকাতা সফরে বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম। আর এবার কলকাতায় এসেই দক্ষিণেশ্বরের কালী মন্দির দর্শন করলেন। ভিতরে গিয়ে পুজোও দিলেন। সবই করলেন করোনা বিধি মেনে। দক্ষিণেশ্বরের মন্দির কমিটির অন্যতম প্রধান কর্মকর্তা কুশল চৌধুরী জানিয়েছেন, রবিবার সকালেই ফোন করে সোনু জানিয়েছিলেন তিনি দক্ষিণেশ্বরের কালী মন্দিরে আসতে চান। নির্দিষ্ট সময়েই পৌঁছে যান। সুরক্ষা বিধি মেনেই মন্দির প্রাঙ্গনে প্রবেশ করেন। দেবীমূর্তির সামনে দাঁড়িয়ে পূজা দেন। প্রার্থনাও করেন। ফেরার সময় আবার মন্দির কমিটির দপ্তরে বেশ কিছুটা সময় কাটান। উপস্থিত সকলের সঙ্গে কথা বলেন। প্রসাদ নিয়ে চলে যান। সোনুর জন্য মন্দিরের সামনে বা প্রাঙ্গনে কোনও ভিড় জমেনি। কারণ তাঁর আসার কথা কেউ জানতেন না।


    আরশিকথা দেশ-বিদেশ

    ১৮ই জুলাই ২০২১

     

    3/related/default