Type Here to Get Search Results !

ভবঘুরেদের টিকাদানের জন্য রাজ্যগুলিকে চিঠি দিল কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


অসহায়, ভবঘুরেদের টিকাদানের উপর জোর দিল কেন্দ্র। রাজ্যগুলিকে সেই পরামর্শ দিয়ে চিঠিও পাঠানো হল। কেন্দ্রের পক্ষ থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি লিখে এই পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ। চিঠিতে রাজেশ জানিয়েছেন, দেশের টিকাকরণ প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৪৫ কোটিরও বেশি কোভিড টিকা দেওয়া হয়েছে। এবার সেই সমস্ত অসহায় ও ভবঘুরেদের টিকাকরণের উপর নজর দেওয়া উচিত যাঁরা নিজে থেকে টিকার জন্য রেজিস্ট্রেশন পর্যন্ত করতে পারেন না। চিঠিতে জানানো হয়েছে, মে মাসের ৬ তারিখেই এ বিষয়ে চিঠি লিখে রাজ্যগুলিকে বিস্তারিত জানানো হয়েছিল। সেখানে অসহায়, ভবঘুরে মানুষদের পাশাপাশি উদ্বাস্তু শিবিরের বাসিন্দাদের কথাও উল্লেখ করা হয়েছিল বলে জানানো হয়েছে।


আরশিকথা দেশ-বিদেশ

৩০শে জুলাই ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.