Type Here to Get Search Results !

অলিম্পিকে পদক জিতে নজির গড়ল মাত্র ৩৪ হাজার জনসংখ্যার দেশ সান মারিনো

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


এবছর অলিম্পিকে অনেক ঘটনাই ঘটছে যা গোটা বিশ্বকে অবাক করে দিচ্ছে। এবার সেরকমই একটি কাণ্ড ঘটাল সান মারিনো। একেবারে ইতিহাসের পাতায় নামও তুলে ফেললেন সেই দেশের প্রতিযোগী। ইউরোপের ছোট্ট দেশটির আয়তন মাত্র ২৪ স্কোয়্যার মাইলস। দেশটিকে চারিদিক থেকে ঘিরে রেখেছে ইটালি। যাতায়াত, ব্যবসা-বাণিজ্যর জন্য মূল ভরসাও অন্যরাই। আর জনসংখ্যা! এক কোটি কিংবা ৫০ লক্ষ তো দূর, ৫০ হাজারও ছাড়ায়নি। মেরেকেটে ৩৪ হাজার। আর সেই দেশই কিনা অলিম্পিকে পদকও জিতে নিল। সেই সঙ্গে সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট দেশ হিসেবে অলিম্পিকে পদক জয়ের নজির গড়ল সান মারিনো।এবারের অলিম্পিকে সান মারিনো থেকে মাত্র পাঁচ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। তাঁদেরই একজন শুটার আলেসান্দ্রা পেরিলি। মহিলাদের শুটিংয়ের ট্র্যাপ ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন তিনি। এর আগে অলিম্পিকে সান মারিনোর হয়ে সেরা পারফরম্যান্স ছিল আলেসান্দ্রার অধীনেই। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে এই ইভেন্টেই চতুর্থ স্থান অর্জন করেছিলেন তিনি। এর আগে ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ৫০ মিটার রাইফেলের প্রোন ইভেন্টে ফ্রান্সেসো নান্নি পঞ্চম স্থান পেয়েছিলেন। এদিকে, ইতিমধ্যে আলেসান্দ্রার সাফল্যে উচ্ছ্বসিত গোটা সান মারিনো। টুইটে প্রত্যেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই তাঁর এই লড়াইকে কুর্নিশও জানিয়েছেন।


আরশিকথা দেশ-বিদেশ

৩০শে জুলাই ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.