আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    স্নানযাত্রার মধ্য দিয়ে শুরু হল রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজাঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    শুক্রবার সন্ধ্যায় চতুর্দশ দেবতার অধিবাস তথা স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। গার্ড অব অনার দিয়ে পুজোর শুভারাম্ভ হয়। এদিন অধিবাসকে কেন্দ্র করে চলে বিভিন্ন শাস্ত্রীয় রীতিনীতি। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। শনিবার থেকে চতুর্দশ দেবতার মন্দিরে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি উৎসব ও পূজা। চলবে আগামী ২৬ জুলাই পর্যন্ত। করোনা অতিমারির জন্য এবার খার্চি উপলক্ষে চতুর্দশ দেবতার মন্দির প্রাঙ্গণে মেলার আয়োজন করা হবে না। পূজার আয়োজন করা হয়েছে কোভিড আচরণবিধি মেনে। জেলা প্রশাসন এবং মেলা কমিটির পক্ষ থেকে বলা হয়েছে এবার পুণ্যার্থীদের সীমিত সংখ্যায় মন্দিরে প্রবেশ করতে দেয়া হবে শুধুমাত্র দর্শন করার জন্য। মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে খার্চি পূজার মূল পর্ব যাতে সাধারণ মানুষ বাড়িতে বসেই টিভিতে দেখতে পারেন তাই পরবর্তীতে সম্প্রচার করা হবে। চতুর্দশ দেবতার মন্দির প্রাঙ্গণে কর্তব্যরত সবাই ও দর্শনার্থীদের স্যানিটাইজার, মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব পালন ইত্যাদি নিয়ম মেনে চলতে হবে। পুরাতন আগরতলা চতুর্দশ দেবতার বাড়ির আশেপাশের মানুষ বেশি সংখ্যায় জমায়েত করতে পারবেন না। মন্দির প্রাঙ্গনের বর্তমান দোকানগুলো এই সময় বন্ধ থাকবে। জনসমাগম ছাড়াই শুক্রবার চতুর্দশ দেবতার স্নানযাত্রা সম্পন্ন করা হয়েছে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১৬ই জুলাই ২০২১
     

    3/related/default