গ্রেইন এটিএমে পাওয়া যাচ্ছে রেশনের সমস্ত সামগ্রী। ইতিমধ্যেই সাধারণ মানুষের জন্য এই বন্দোবস্ত করে ফেলেছে হরিয়ানা প্রশাসন। সরকারের এই সিদ্ধান্তে খুশি আমজনতা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর ঝামেলা থেকে মুক্তি মিলবে বলেই আশাবাদী তারা। নতুন এই পদ্ধতিতে রেশন পেতে মেশিনে দিতে হবে আধার কার্ড অথবা রেশন কার্ডের নম্বর। তাহলে নির্দিষ্ট সামগ্রী পেয়ে যাবেন। রয়েছে বায়োমেট্রিক পদ্ধতি। এই মেশিন ৫ থেকে ৭ মিনিটে ৭০ কেজি সামগ্রী দিতে পারবে। করোনা পরিস্থিতিতে কমবেশি সকলেই আর্থিক সমস্যায়। তাই প্রশাসনের তরফে ব্যবস্থা করা হয়েছে অতিরিক্ত রেশনের। সেই খাদ্যসামগ্রী পেতে রেশন দোকানের সামনে ভিড় করেন বহু মানুষ। সেখানে করোনাবিধি পালন যেমন মাঝে মধ্যে অসম্ভব হয়ে যায়, তেমনই অনেকটা সময়ও নষ্ট হয়। সেই কথা মাথায় রেখেই সমস্যার সমাধান করে ফেলেছে হরিয়ানা সরকার। গুরুগ্রামের ফারুকনগরে বসানো হয়েছে বিশেষ এই এটিএম। যাতে মিলবে রেশন সামগ্রী। পরবর্তীতে রাজ্যের সমস্ত রেশন দোকানের আশেপাশে এই মেশিন বসানোর পরিকল্পনা রয়েছে।
আরশিকথা দেশ-বিদেশ
১৬ই জুলাই ২০২১