Type Here to Get Search Results !

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী ৩১ জুলাইঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল ও মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল আগামী ৩১ জুলাই প্রকাশিত হবে। সেদিন দুপুর ১২ টায় পর্ষদের সভাপতি এক সাংবাদিক সম্মেলনে ফলাফল ঘোষণা করবেন। ফলাফল ঘোষণার পর ১২ টা ৩০ মিনিটে অন্যান্য বছরের মতো এবারো পর্ষদের ওয়েবসাইটগুলোতে এবং এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার্থীরা প্রভিশনাল রেজাল্ট জানতে পারবে। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ একথা জানান। সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এ বছর করোনা অতিমারির কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তাই এবছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল, মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল মূল্যায়নের জন্য ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। শিক্ষামন্ত্রী জানান, এ বছর মাধ্যমিক পরীক্ষায় রেগুলার, কন্টিনিউ, এক্সটার্নাল ও কম্পার্টমেন্টস সহ মোট ৪৬ হাজার, ৬১৩ জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ২৭,২০৫ জন পরীক্ষার্থী রয়েছে। তিনি আরও জানান রাজ্যে ৪,৪২৩ টি স্কুলের মধ্যে ৪,০৮৩ টি স্কুলে নেইবারহুড ক্লাস চলছে। গড়ে প্রতিদিন ৭৫ হাজার ছাত্রছাত্রী অংশ নিচ্ছে।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

২৯শে জুলাই ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.