বৃহস্পতিবার বড়সড় ঘোষণা করে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রীয় কোটায় ডাক্তারিতে ভরতির ক্ষেত্রে ওবিসি-রা সংরক্ষণ পাবেন ২৭ শতাংশ। এবং আর্থিকভাবে পিছিয়ে পড়ারা সংরক্ষণ পাবেন ১০ শতাংশ। এর ফলে গোটা দেশের প্রায় সাড়ে পাঁচ হাজার মেডিক্যাল পড়ুয়া উপকৃত হবেন বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। কেন্দ্রের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে। চলতি ২০২১-২২ অর্থবর্ষ থেকেই চালু হয়ে যাবে নতুন এই সংরক্ষণ পদ্ধতি। মেডিক্যাল শিক্ষার ক্ষেত্রে স্নাতক এবং স্নাতকোত্তর দুই ক্ষেত্রেই এই সংরক্ষণ কার্যকর হবে। এর ফলে এমবিবিএস স্তরে দেড় হাজার এবং স্নাতকোত্তর স্তরে প্রায় আড়াই হাজার মেডিক্যাল পড়ুয়া উপকৃত হবেন। একইভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়া ৫০০ জন পড়ুয়া এমবিবিএস স্তরে এবং ১ হাজার পড়ুয়া পোস্ট গ্র্যাজুয়েট স্তরে ভরতি হওয়ার সুযোগ পাবেন এই সংরক্ষণের আওতায়। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সরকার ওবিসি এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া দুই শ্রেণিকেই তাঁদের প্রাপ্য সংরক্ষণের অধিকার দিতে বদ্ধপরিকর। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টুইটারে এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে দাবি করেছেন। তাঁর দাবি, এর ফলে প্রতিবছর হাজার হাজার পিছিয়ে পড়া ছাত্রছাত্রীর কাছে দিগন্ত খুলে যাবে।
আরশিকথা দেশ-বিদেশ
২৯শে জুলাই ২০২১