করোনা আবহে উত্তরাখণ্ড সরকার গতবারের মতো এবারও বাতিল করে দিয়েছিল কানোয়ার যাত্রা। উত্তরপ্রদেশের যোগী সরকার প্রাথমিক অনুমতি দিলেও পরে সুপ্রিম কোর্টের তিরস্কারে সিদ্ধান্ত বদলায়। কিন্তু সরকারি তরফে কানোয়ার যাত্রা বাতিল করার পরও রবিবার হরিদ্বারে পৌঁছে গেলেন বহু কানোয়ার যাত্রী। করোনা বিধিকে রীতিমতো অগ্রাহ্য করে সংগ্রহ করলেন গঙ্গাজলও। উল্লেখ্য, প্রতি বছর শ্রাবণ মাসে সারা দেশের হাজার হাজার ভক্ত উত্তরাখণ্ডে আসেন। হরিদ্বার, গোমুখ, গঙ্গোত্রী থেকে গঙ্গাজল নেওয়াই কানোয়ার যাত্রার উদ্দেশ্য। এরপর সেই জল ভগবান শিবের মাথায় ঢালা হয়। কিন্তু করোনার প্রকোপে গত বছর বাতিল করা হয়েছিল যাত্রা। পরিস্থিতির দিকে নজর রেখে উত্তরাখণ্ড সরকার এবছরও বাতিল করে দেয় যাত্রা। উত্তরাখণ্ড পুলিশ হুঁশিয়ারি দিয়ে রেখেছিল, কোনও তীর্থযাত্রী হরিদ্বারে এলে তাঁকে ১৪ দিনের জন্য কোয়ারান্টাইনে রেখে দেওয়া হবে। কিন্তু সেই হুঁশিয়ারি সত্ত্বেও রবিবার কানোয়ার যাত্রা শুরু হওয়ার পর থেকেই শুরু হয়ে গেল তীর্থযাত্রীদের ভিড়।
আরশিকথা দেশ-বিদেশ
২৫শে জুলাই ২০২১