Type Here to Get Search Results !

এবার পাক প্রধানমন্ত্রীকে হাড়িভাঙা আম উপহার শেখ হাসিনার

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


ভুটানের রাজা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগেই পাঠিয়েছিলেন বিশেষ ‘হাড়িভাঙা’ আম। এবার সেই তালিকায় যুক্ত হল দক্ষিণ-পূর্ব এশিয়ারদেশ ব্রুনেইয়ের সুলতান হাজি হাসান আল-বলকিয়াহ মইজুদ্দিন ওয়াদ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নামও। তাঁদেরও শুভেচ্ছা উপহার হিসেবে হাড়িভাঙা আম পাঠালেন শেখ হাসিনা। ‘শুভেচ্ছা উপহার’ হিসেবে হাজার কেজি আম কুরবানি ইদের দিন ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা উপহার সাদরে গ্রহণ করেছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসাবে বিবেচিত হবে। ঢাকার শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই উপহারটি পাঠানো হয়। এরপর তা গ্রহণ করে বাংলাদেশ হাইকমিশন গ্রহণ করে, তারপরই পাঠিয়ে দেওয়া হয় পাক প্রধানমন্ত্রীর দপ্তরে। বাংলাদেশের বিখ্যাত ’হাড়িভাঙা’ আম উপহার হিসেবে গ্রহণ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।


আরশিকথা দেশ-বিদেশ

২৫শে জুলাই ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.