Type Here to Get Search Results !

বাড়ছে এটিএম থেকে টাকা তোলার খরচ 

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


বিনামূল্যে লেনদেনের সীমা পেরলেই এবার এটিএম থেকে প্রতিটি লেনদেনের জন্য গ্রাহকদের দিতে হবে ২১ টাকা। সম্প্রতি এমনই নতুন নিয়মের কথা জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া । তবে এখনই নয়। নয়া নিয়ম চালু হবে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে। প্রসঙ্গত, নিজের ব্যাংকের এটিএম থেকে লেনদেনের ক্ষেত্রে প্রতি মাসে প্রথম পাঁচবার কোনও খরচ লাগে না। অন্য ব্যাংকের ক্ষেত্রে সেই সীমা মেট্রো শহরের ক্ষেত্রে ৩ ও অন্যত্র ৫। এক্ষেত্রে লেনদেন বলতে কেবল টাকা তোলাই বোঝায় না। টাকা জমা বা অন্যান্য পরিষেবা সংক্রান্ত লেনদেনও হতে পারে। এতদিন এই নির্দিষ্ট সীমা পেরলেই দিতে হত প্রতি লেনদেনে ২০ টাকা। এবার সেই খরচ ১ টাকা বেড়ে হতে চলেছে ২১ টাকা। শেষ বার এই চার্জ বাড়ানো হয়েছিল ২০১৪ সালের আগস্টে। প্রায় ৭ বছর পরে অবশেষে সেই খরচ বাড়াল আরবিআই। কেবল এক্ষেত্রেই নয়, অন্য খরচও বাড়ছে। ডেবিট ও ক্রেডিট কার্ডের লেনদেনের দিকটি দেখাশোনা করে যে সমস্ত সংস্থা, সেই সংক্রান্ত পরিষেবা মূল্যও বাড়ছে। অর্থনৈতিক লেনদেনের খরচ ১৫ টাকা থেকে বেড়ে হচ্ছে ১৭ টাকা। বাকি লেনদেনের ক্ষেত্রে খরচ বাড়ছে ৫ টাকা। এই বর্ধিত মূল্য নেওয়া হবে ১ আগস্ট থেকে। এর সঙ্গে কর বাবদ অতিরিক্ত টাকাও দিতে হবে, যদি তা প্রযোজ্য হয়।


আরশিকথা দেশ-বিদেশ

১৮ই জুলাই ২০২১

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.