Type Here to Get Search Results !

লোকসভায় অভব্য আচরণ, সাসপেন্ড হতে পারেন ৯ সাংসদ

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


বুধবারও পেগাসাস কাণ্ড নিয়ে লোকসভায় ওয়েলে নেমে এসে স্লোগান দিতে দেখা গেল বিরোধীদের। অনেকেরই হাতে ধরা ছিল প্ল্যাকার্ড। বহু সাংসদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে দিচ্ছিলেন। এজন্য সাসপেন্ড করা হতে পারে লোকসভার ৯ জন সাংসদকে।সূত্রে জানা যাচ্ছে, সাসপেন্ড করা হতে পারে সাংসদ গুরজিৎ সিংহ অজলা, টিএন প্রথাপন, মণিকাম ঠাকুর, রবনীত সিংহ বিট্টু, হিবি ইডেন, জোথিমানি সেন্নিমালাই, সপ্তগিরি শংকর উলাকা, ভি বৈথিলিঙ্গম, এএম আরিফকে। কেবল কাগজ ছুঁড়ে দেওয়াই নয়, স্পিকারের প্রতি অভব্য আচরণ করার অভিযোগও রয়েছে এই সাংসদদের বিরুদ্ধে। পেগাসাস কাণ্ড নিয়ে বাদল অধিবেশনের শুরুর দিন থেকেই উত্তাল সংসদের দুই কক্ষ। বুধবারও লোকসভা ও রাজ্যসভার অধিবেশন বারবার স্থগিত করতে হয়। বিরোধীদের এমন ব্যবহারের তীব্র বিরোধিতা করেছেন বিজেপি নেতারা। অভিযোগ জানিয়েছেন, এই ধরনের আচরণ বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে লজ্জিত করছে। সেই সঙ্গে সংসদের সম্মানও ক্ষুণ্ণ করছে।


আরশিকথা দেশ-বিদেশ

২৮শে জুলাই ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.