Type Here to Get Search Results !

আচমকা হড়পা বানে হিমাচলে অন্তত ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


প্রবল বৃষ্টির মধ্যেই আচমকা ধেয়ে আসা হড়পা বানে অন্তত ৮ জনের মৃত্যু হল হিমাচল প্রদেশে । নিখোঁজ ৭। কুলুতে ৪ জন, চাম্বায় ১ জন এবং লাহৌল-স্পিতিতে ৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৭ জনই ছিলেন লাহৌল-স্পিতিতে। বুধবার বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে এই মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগের কথা জানানো হয়েছে।‘স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট’-এর প্রধান সুদেশকুমার মোখতা জানিয়েছেন, বুধবার ভোর ৬.১৫ নাগাদ কুলুতে ২৬ বছরের যুবতী পুনম ও তাঁর ৪ বছরের শিশুকে ব্রহ্মগঙ্গায় আচমকাই আসা হড়পা বান ভাসিয়ে নিয়ে চলে যায়। পরে তাঁদের মৃতদেহ পাওয়া যায়। তাঁরা দু’জন ছাড়াও আরও এক মহিলা ও পুরুষকে ভাসিয়ে নিয়ে গিয়েছে হড়পা বান। এদিকে লাহৌলিতে মঙ্গলবার রাতে নামা হড়পা বানে ভেসে যায় শ্রমিকদের দু’টি তাঁবু ও একটি জেসিবি গাড়ি। এখনও পর্যন্ত সেখানে ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ৭ জন।


আরশিকথা দেশ-বিদেশ

২৮শে জুলাই ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.